কলাপাড়ায় রাখাইন পল্লীতে গাছ কেটে জমি দখলের অভিযোগ

প্রথম পাতা » বিবিধ » কলাপাড়ায় রাখাইন পল্লীতে গাছ কেটে জমি দখলের অভিযোগ
শনিবার ● ২১ ডিসেম্বর ২০১৯


কলাপাড়ায় রাখাইন পল্লীতে গাছ কেটে জমি দখলের অভিযোগ

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

হাড়িপাড়া রাখাইন পল্লীর ব্যবহৃত খাস পুকুরপাড়ের গাছপালা কেটে জমি দখলের অভিযোগ উঠেছে। সংখ্যালঘু রাখাইন মহাচিন মাদবর লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, একই এলাকার মিজানুর রহমান গাজী ও নুর-সাইদ ফরাজী খাস পুকুরপাড়ের আমসহ বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে বাড়িঘর তৈরির কাজ শুরু করেছেন। ফলে শত বছরের পুরনো ওই পুকুরটির পানি ব্যবহারের শঙ্কা দেখা দিয়েছে। এমনকি পুকুর পাড় কেটে নষ্ট করায় পানি সংরক্ষণেও শঙ্কার সৃষ্টি হয়েছে। ওই পানি গোসলসহ রান্নার কাজে ব্যবহার করতে হচ্ছে। এছাড়া পাড়ার সকল পরিবারের দখলে থাকা খাস পুকুরটি রক্ষা করা অসম্ভব হয়ে পড়েছে।
রাখাইন মহাচিন মাদবর তাদের পুকুরপাড়ের দখল বন্ধ করতে উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। রাখাইন পল্লীর বাসীন্দারা দ্রুত এ ব্যাপারে প্রতিকার চেয়েছেন। অভিযুক্ত মিজানুর রহমান গাজী জানান, ওই জমি খাস জমি নয়। তাঁর এক ভাইয়ের রেকর্ডীয় জমি। ওই গাছও তাদের নিজের লাগানো। উপজেলা নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমান জানান, অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২২:২৭:৩৮ ● ৩৭৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ