গোপালগঞ্জে দু’টি কোচিং সেন্টার সিলগালা

প্রথম পাতা » ঢাকা » গোপালগঞ্জে দু’টি কোচিং সেন্টার সিলগালা
বুধবার ● ১৮ ডিসেম্বর ২০১৯


---

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥
গোপালগঞ্জে অভিযান চালিয়ে দু’টি কোচিং সেন্টার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় ওই অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারকের দায়িত্ব পালন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না ফেরদৌস ও ফারজানা ববি মিতু।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আগামী ২০ ও ২৬ ডিসেম্বর গোপালগঞ্জের বিভিন্ন বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীর ভর্তি-পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সুযোগ নিয়ে বিভিন্ন স্কুলের শিক্ষক কোচিং বাণিজ্য চালিয়ে আসছিলেন বলে নানা অভিযোগ ছিল। সেসব অভিযোগের ভিত্তিতে সন্ধ্যায় অভিযানে নামে ভ্রাম্যমান আদালত। একপর্যায়ে গোপালগঞ্জ শহরের পাওয়ার হাউজ রোডে মডেল ছায়া শিক্ষা কেন্দ্র ও পাবলিক হল রোডে জাগরণ একাডেমি নামে আরেকটি কোচিং-সেন্টারে অভিযান চালানো হয় এবং ভ্রাম্যমান আদালতে বিচারকগণ সেন্টার দু’টি সিলগালা করে দেন।

বাংলাদেশ সময়: ৮:৩৭:৫৯ ● ৪৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ