তজুমদ্দিনে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

প্রথম পাতা » ভোলা » তজুমদ্দিনে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত
বৃহস্পতিবার ● ১২ ডিসেম্বর ২০১৯


তজুমদ্দিনে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

তজুমদ্দিন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

“সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেট শেয়ার পরে” এই স্লোগানে ভোলার তজুমদ্দিনে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯ পালিত হয়েছে। এই উপলক্ষে র‌্যালী আলোচনা সভা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১০ ঘটিকায় উপজেলা প্রশাসন ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার আরিফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা খাদ্য পরিদর্শক ইমরান হোসেন তালুকদার, সমাজ সেবা কর্মকর্তা মাসুম বিল্লাহ, দারিদ্র বিমোচন কর্মকর্তা মনোরঞ্জন দে, সহকারী শিক্ষা কর্মকর্তা রেজাউল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার রাসেদুল হাসান, ফজিলাতুন নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলিপ কুমার, প্রেসক্লাব সভাপতি মোঃ রফিক সাদী প্রমুখ।

আরএস/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫২:১৫ ● ২৯৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ