কাউখালীতে বিজ্ঞান মেলা শুরু

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে বিজ্ঞান মেলা শুরু
বৃহস্পতিবার ● ৫ ডিসেম্বর ২০১৯


কাউখালীতে বিজ্ঞান মেলা শুরু

কাউখালী (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ এ শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৯ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে পুরাতন কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে বিভিন্ন শিক্ষা প্রষ্ঠিানের শিক্ষার্থীদের অংশগ্রহণে উক্ত বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা।
উদ্বোধনী অনুষ্ঠানে  উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোছা.খালেদা খাতুন রেখা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন,উপজেলা সহকারি কমিশনার(ভুমি) মো.রফিকুল হক, সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন প্রমুখ।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ মেলা চলবে ৬ডিসেম্বর পর্যন্ত। মেলায় উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।

আরএইচআর

বাংলাদেশ সময়: ২১:৫৪:৩৭ ● ৩৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ