নেছারাবাদে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক জরিমানা
বুধবার ● ৪ ডিসেম্বর ২০১৯


নেছারাবাদে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক জরিমানা

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে ভোক্তা-অধিকার আইনে অভিযান চালিয়ে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়েছে। অভিযানে উপজেলার সাতক্ষীরা মিষ্টান্ন ভান্ডার ও ৪টি ঔষদের দোকান ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার থানা স্বরূপকাঠী এবং মিয়ারহাট বন্দরে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন, ভোক্তা-অধিকার সংরক্ষন অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক শাহ্ মোঃ সোয়াইব। অভিযানে সাতক্ষিরা মিষ্টান্ন ভান্ডারকে ওজনে কম দেওয়া ও খাদ্যে ভেজাল থাকার কারনে ১০ হাজার, আজাদ মেডিকেল হল ৮ হাজার, সুমন ফার্মেসী ৪ হাজার, মুক্তি ঔষধ বিতান ৩ হাজার এবং  আলম ফার্মেসীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগীতা করেন, নেছারাবাদের স্যানিটারি পরিদর্শক মো: জাকির হোসেন সহ নেছারাবাদ পুলিশ।

এআরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৫:১৯ ● ৮৬৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ