কলাপাড়ায় নিখোঁজ শিশু রেজাউল-ফাতেমাদের হদিস মেলেনি

প্রথম পাতা » বিবিধ » কলাপাড়ায় নিখোঁজ শিশু রেজাউল-ফাতেমাদের হদিস মেলেনি
মঙ্গলবার ● ৩ ডিসেম্বর ২০১৯


কলাপাড়ায় নিখোঁজ শিশু রেজাউল-ফাতেমাদের হদিস মেলেনি

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

কলাপাড়ায় বাড়ছে শিশু নিখোঁজ আতঙ্ক। রবিবার বিকেলে নিখোঁজ হয় ১২ বছরের শিশু তামিম। কলাপাড়া পৌরসভা এবং টিয়াখালী ইউনিয়নের সীমানা লাগোয়া কুয়েতী মসজিদ এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয়। তামিম মাদ্রাসার ছাত্র। সোমবার বিকেল থেকে গভীর রাত অবধি কলাপাড়া পৌরশহরসহ আশপাশে মাইকিং করেছে ওই শিশুর পরিবার। কোন সন্ধান পায়নি তামিমের। পরিবারে চলছে অজানা আতঙ্ক। ১২ বছরের শিশু মোসাম্মৎ ফাতেমা বেগম ওরফে মিতু নিখোঁজ হয় এ বছরের ৬ অক্টোবর। সকাল ১০টা ২০মিনিটে শহর থেকে রহমতপুর যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় ১২ অক্টোবর মিতুর দাদি আলেয়া বেগম কলাপাড়া থানায় জিডি করেছেন। যার নম্বর ৪৯৫। পুলিশ দুই মাসেও এ শিশুর কোন খোঁজ মেলাতে পারেনি। ১২ বছর বয়সী স্কুলছাত্র রেজাউল ওরফে রিজান নিখোঁজ হয় ২০১৫ সালের ২৫ জুলাই। তার মা রাহিমা বেগম এ ঘটনায় ১৫ সালের ৩০ জুলাই কলাপাড়া থানায় জিডি করেছেন। নম্বর ১১৭৭। রাহিমা এখন অপ্রকৃতস্থ হয়ে পড়েছেন ছেলের খোঁজ মেলাতে না পেরে।
রাহিমার অভিযোগ তার সতিন নাছিরুন বেগম রিজানকে খুন করতে পারে। কলাপাড়া পৌরসভার নয় নম্বর ওয়ার্ড থেকে নিখোঁজ হয় রিজান। এভাবে নিখোঁজের চার বছরেও খোঁজ মেলেনি স্কুল ছাত্র রিজানের। বর্তমানে নিখোঁজ ঘটনাটি আতঙ্কে পরিণত হয়েছে। কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, তারা আইনানুগ পদেেক্ষপ নিয়েছেন। যা অব্যাহত রয়েছে। বর্তমানে শিশু নিখোঁজের ঘটনা এসব পরিবারে আতঙ্ক নেমে এসেছে।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৯:৩২ ● ৩৪৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ