কলাপাড়ায় আ’লীগ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রথম পাতা » রাজনীতি » কলাপাড়ায় আ’লীগ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
বুধবার ● ২৭ নভেম্বর ২০১৯


কলাপাড়ায় আ’লীগ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

কলাপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে চম্পাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পটুয়াখালী জেলা পরিষদের সদস্য মো. মোশাররফ মৃধাকে সাময়িক ভাবে বহিষ্কারের আদেশ আট দিনের মাথায় প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার রাতে (২৬ নভেম্বর) কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ সুলতান মাহমুদ ও সাধারন সম্পাদক এস.এম রাকিবুল আহসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তীতে বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে।
জানানো হয়েছে, চম্পাপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচারণের কারণে মোশাররফ মৃধাকে বহিষ্কার করা হয়। ৭ দিনের মধ্যে তাকে জবাব দেয়ার নিদর্শনা প্রদনা করা হয়। যথা সময়ের মধ্যে মোশাররফ মৃধা  নিজের ভুল স্বীকার করে লিখিত জবাব এবং নিঃর্শত ক্ষমা প্রার্থনা করেন।
উল্লেখ্য ২০ নবেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চম্পাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পটুয়াখালী জেলা পরিষদের সদস্য মো. মোশাররফ মৃধাকে সাময়িক ভাবে বহিষ্কার করে উপজেলা আওয়ামীলীগ ।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩১:০০ ● ৩১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ