নেছারাবাদে লবন মজুদের দায়ে ব্যবসায়ীর জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে লবন মজুদের দায়ে ব্যবসায়ীর জরিমানা
বুধবার ● ২০ নভেম্বর ২০১৯


নেছারাবাদে লবন মজুদের দায়ে ব্যবসায়ীর জরিমানা

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে অবৈধ ভাবে লবন মজুদের দায়ে ভ্রাম্যমান আদালতে তপু (৩০) নামের একজনকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, অবৈধভাবে ২০০ কেজির বেশি লবন মজুদ করার উদ্দেশ্যে পরিবহন কালে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। পরে তপুকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তাকে ওই আর্থিক দন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সরকার মোঃ আব্দুল্লাহ আল-মামুন বাবু। গুজব সৃষ্টিকারী ও বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে সোচ্চার হোন ও প্রশাসনকে তথ্য দিন। জব্দকৃত ২০০ কেজির অধিক লবন নেছারাবাদ থানার হেফাজতে দেয়া হয়।
দন্ডপ্রাপ্ত মোঃ তপু, উপজেলার আরামকাঠী গ্রামের মোঃ মোয়াজ্জেম হোসেনের ছেলে।
প্রসংগত-কিছু কু-চক্রীমহল সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষে লবনের দাম বৃদ্দি পেয়েছে বলিায় গুজব সৃষ্টি করে। যার ফলে একসাথে অধিক পরিমানে লবন মজুদ করার লক্ষে ক্রয় করে।

এমআরএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৪:১৯ ● ৪৯১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ