কলাপাড়ায় বুলবুল তান্ডবে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ

প্রথম পাতা » সর্বশেষ » কলাপাড়ায় বুলবুল তান্ডবে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ
বুধবার ● ১৩ নভেম্বর ২০১৯


কলাপাড়ায় বুলবুল তান্ডবে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

ঘুর্ণিঝড় বুলবুল তান্ডবে ক্ষতিগ্রস্ত লালুয়ার চারিপাড়ায় দরিদ্র ৪০০ পরিবারকে ত্রান সামগ্রী প্রদান করা হয়েছে। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি লবণ, এক কেজি চিনি, দুই কেজি চিড়া, এক লিটার সয়াবিন তেল ও পাঁচ শ’ গ্রাম নুডুলস দেয়া হয়েছে।
বুধবার (১৩ নবেম্বর ) দুপুরে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ, ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বিশ^াস তপন। ইউএনও জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। চারিপাড়া, পশুরবুনিয়া, নাওয়াপাড়া, নয়াকাটা, মুন্সীপাড়া, ধঞ্জুপাড়া ও ১১ নং হাওলা গ্রামের মানুষ বেড়িবাঁধ ভাঙ্গা থাকার কারণে ঘুর্ণিঝড় বুলবুলের তান্ডবে জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষতির শিকার হয়। চেয়ারম্যান তপন বিশ^াস জানান, এখানকার মানুষের জন্য আরও ত্রানসামগ্রী প্রদান করা প্রয়োজন।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৫৩:৪৭ ● ২৪২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ