দুমকিতে বর্ণাঢ্য আয়োজনে শেখ হাসিনার ৭৩তম জন্ম বার্ষিকী পালিত

প্রথম পাতা » সর্বশেষ » দুমকিতে বর্ণাঢ্য আয়োজনে শেখ হাসিনার ৭৩তম জন্ম বার্ষিকী পালিত
শনিবার ● ২৮ সেপ্টেম্বর ২০১৯


শেখ হাসিনার ৭৩তম জন্ম বার্ষিকী পালিত
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি॥
পটুয়াখালীর দুমকিতে বর্ণাঢ্য আয়োজনে শেখ হাসিনার ৭৩তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলার থানাব্রিজস্থ দলীয় কার্যালয় থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়।

 শেখ হাসিনার ৭৩তম জন্ম বার্ষিকী পালিত

বেলা ১১টায় সুসজ্জিত ব্যান্ডদলের মিউজিকের তালে তালে ‘শুভ শুভ শুভ দিন, শেখ হাসিনার জন্মদিন’-শ্লোগানে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা আ’লীগের সহ-সভাপতি মিজানুর রহমান সিকদার, মজিবুর রহমান মাষ্টার, সাংগঠনিক সম্পাদক ফোরকান আলী মৃধা, সৈয়দ শাহআলম, রাজা তসলিম, উপজেলা কৃষক লীগের সভাপতি মো: হুমায়ুন কবির মৃধা, জাতীয় শ্রমিকলীগের সভাপতি খন্দকার মোশাররফ হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো: ইউনুচ আলী মৃধা, সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম হাওলাদার, ছাত্রলীগের সাবেক সভাপতি মো: সফিকুল ইসলাম খান প্রমুখ বক্তৃতা করেন। পরে দলীয় সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিনের কেক কাটা হয়।

এমআর/কেএস

বাংলাদেশ সময়: ১৭:১৬:৪৭ ● ৮৭৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ