পিরোজপুরে সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

প্রথম পাতা » গণমাধ্যম » পিরোজপুরে সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন
মঙ্গলবার ● ২৪ সেপ্টেম্বর ২০১৯


পিরোজপুরে সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ শেষে পুরুস্কার বিতরণ ।
কাউখালী প্রতিনিধি ॥
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত পিরোজপুর জেলার উপজেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপ্তি হয়েছে। মঙ্গলবার দুপুরে পিরোজপুর এলজিইডি মিলনায়তনে পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি জহিরুল হক টিটুর সভাপতিত্বে সমাপনি দিবসে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ পত্র বিতরণ করেন  পিআইবি’র প্রতিবেদক জিলহাজ উদ্দিন নিপুন।
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট‘র আয়োজনে গত ২২সেপ্টেম্বর থেকে ২৪সেপ্টেম্বর তিনদিনের বুনিয়াদি প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, নিউইয়র্ক টাইমস এর স্ট্রিংগার জুলফিকার আলি মানিক, দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি ও পিআইবি পরিচালনা বোর্ডেও সদস্য শেখ মামুনুর রশিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড.প্রদীপ কুমার পান্ডে, পিআইবি’র প্রতিবেদক জিলহাজ উদ্দিন নিপুন।
তিন দিনের প্রশিক্ষণে স্থানীয় সাংবাদিকদের সংবাদ লেখার গুনগত মান বৃদ্ধি, সংবাদ লেখার কলাকৌশল, বিভিন্ন ধরণের সংবাদ কাঠামো, রিপোটিংএর বিভিন্ন ধরণ, সংবাদ সম্পাদনা, ফিচার লিখন, সাক্ষাতকার গ্রহণ এবং অনুসন্ধান মূলক রিপোট নিয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণে পিরোজপুর জেলার কাউখালী, ভান্ডারিয়া, ইন্দুরকানি ও মঠবাড়িয়া উপজেলার ৪০জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

আরএইচআর/কেএস

বাংলাদেশ সময়: ১৭:১৩:৫৭ ● ৪৯৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ