
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) উপজেলা পরিষদ ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সুসজ্জিত র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন, সিনিয়র সাংবাদিক গিয়াসউদ্দিন মিয়া এবং বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।
বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে উল্লেখ করে বলেন, জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি ও প্রস্তুতি গ্রহণের বিকল্প নেই। তারা আরও বলেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বিত উদ্যোগে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, গৌরনদী সাংবাদিক ফোরামের সদস্য সচিব মো. মেহেদী হাসান ও সাংবাদিক সোলায়মান তুহিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলা সংস্থার কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।