বাবুগঞ্জে নদীতে জাল পাতা নিয়ে সংঘর্ষে ৪ মৌসুমি জেলে আহত

হোম পেজ » বরিশাল » বাবুগঞ্জে নদীতে জাল পাতা নিয়ে সংঘর্ষে ৪ মৌসুমি জেলে আহত
সোমবার ● ১৩ অক্টোবর ২০২৫


বাবুগঞ্জে নদীতে জাল পাতা নিয়ে সংঘর্ষে ৪ মৌসুমি জেলে আহত

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

বরিশালের বাবুগঞ্জে সুগন্ধা নদীতে ইলিশ ধরার অবৈধ কারেন্ট জাল পাতাকে কেন্দ্র করে মৌসুমি জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

সোমবার (১৩ অক্টোবর) ভোররাতে উপজেলার দেহেরগতি ইউনিয়নের পূর্ব রাকুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত দুইজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব রাকুদিয়া পয়েন্টে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতু সংলগ্ন এলাকায় একই গ্রামের আইয়ুব আলী ও অলক বেপারী ইলিশ ধরতে নদীতে যান। জাল পাতাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অলক বেপারী (২৫), হালিম বেপারীর ছেলে বাবু (২০), সুমন ইসলাম (১৮) ও আবুল হোসেনের ছেলে আইয়ুব আলী (৩৬) আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। তবে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে নদীতে ইলিশ ধরার সময় সংঘর্ষের ঘটনা উদ্বেগজনক। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে।

বাংলাদেশ সময়: ১৪:৪৯:১৭ ● ১৭৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ