গৌরনদীতে ভোটার সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে ভোটার সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ
সোমবার ● ১২ জানুয়ারী ২০২৬


 

গৌরনদীতে ভোটার সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদী উপজেলার ০১ নং খাঞ্জাপুর ইউনিয়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৬ উপলক্ষে ভোটার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোমবার এক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহিমের নির্দেশে ও স্থানীয় জনগণের অংশগ্রহণে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গ্রাম পুলিশ সদস্যরা সভার আয়োজন করেন।

 

আলোচনায় বক্তারা ভোটারদের তাদের ভোটাধিকার যথাযথভাবে প্রয়োগের মাধ্যমে পছন্দের প্রার্থী নির্বাচিত করার আহ্বান জানান। তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতন ভূমিকা অপরিহার্য। এছাড়া ভোট গ্রহণের দিনে গুজব, প্রলোভন বা ভয়ভীতি উপেক্ষা করে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে অনুরোধ করা হয়।

 

গ্রাম পুলিশ সদস্যরা জানিয়েছেন, নির্বাচন চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বদা সতর্ক থাকবে। স্থানীয় সচেতন নাগরিকরা এ ধরনের উদ্যোগ ভোটার সচেতনতা বৃদ্ধি ও গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন। দেশব্যাপী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৬ সামনে রেখে ভোটার সচেতনতা কার্যক্রম জোরদার করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯:১৩:৪৪ ● ৫১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ