বরগুনায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত উৎসব

হোম পেজ » বরগুনা » বরগুনায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত উৎসব
রবিবার ● ১১ জানুয়ারী ২০২৬


বরগুনায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গণিত উৎসব

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনা ম্যাথ ক্লাবের আয়োজনে এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের একাডেমিক সহযোগিতায় বরগুনায় উৎসবমুখর পরিবেশে গণিত উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় বরগুনা সরকারি কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে ক্লাবের সভাপতি প্রফেসর আহসান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মতিউর রহমান।

আয়োজকরা জানান, চারটি ক্যাটাগরিতে এক ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে ২০ জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। নির্বাচিত শিক্ষার্থীরা ঢাকায় জাতীয় গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাবেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মতিউর রহমান বলেন, ‘গণিত জ্ঞানের ভিত্তি নির্ভুল হলে অগ্রগতি নিশ্চিত হয়’—এই প্রতিপাদ্য সামনে রেখে শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে প্রথমবারের মতো বরগুনায় এ গণিত উৎসবের আয়োজন করা হয়েছে। এতে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বরগুনা ম্যাথ ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ এবং বরগুনা সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিফাত বিন সাদেকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।

বাংলাদেশ সময়: ৮:২২:৫৪ ● ৬৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ