কলাপাড়ায় নিখোঁজের তিনদিন পর লেকপাড়ে মাটিচাপা যুবকের লাশ উদ্ধার

হোম পেজ » লিড নিউজ » কলাপাড়ায় নিখোঁজের তিনদিন পর লেকপাড়ে মাটিচাপা যুবকের লাশ উদ্ধার
রবিবার ● ১১ জানুয়ারী ২০২৬


 

কলাপাড়ায় নিখোঁজের তিনদিন পর লেকপাড়ে মাটিচাপা যুবকের লাশ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদন, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামে নিখোঁজের তিনদিন পর ফেরদৌস মুন্সী (৩৮) নামের এক যুবকের মাটিচাপা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে গ্রামের মধুখালী লেকের পাড়ে কাঁদার নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খান দুলাল জানান, বৃহস্পতিবার থেকে ফেরদৌস মুন্সী নিখোঁজ ছিলেন। রবিবার সকালে বাড়ির পাশের লেকপাড়ে নতুন মাটির স্তুপ দেখতে পান স্থানীয়রা। পরে মাটি খুঁড়ে চাপা দেওয়া অবস্থায় একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। নিহত ফেরদৌস মুন্সী ওই গ্রামের রহমান মুন্সীর ছেলে। তিনি বিবাহিত ছিলেন, তবে দাম্পত্য জীবন টেকেনি এবং তিনি নিঃসন্তান ছিলেন। জীবিকা হিসেবে তিনি সাংসারিক কাজকর্ম করতেন।

কলাপাড়া থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, লাশের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৩:৫৮:১৪ ● ৫৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ