
সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বাবুগঞ্জ উপজেলায় জেলে পল্লীতে দিনভর আনন্দ-উৎসবের আয়োজন করা হয়েছে। এতে জেলেদের মুখে হাসি ফুটে ওঠে, পুরো এলাকা যেন উৎসবমুখর জনপদে রূপ নেয়।
সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় দোয়ারিকা সড়ক থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আশ্রয়ন প্রকল্পের জেলে পল্লীতে গিয়ে শেষ হয়। পরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ কর্মসূচির উদ্বোধন করেন। এরপর জেলেদের নিয়ে বর্ণাঢ্য অনুষ্ঠান হয়। পুরুষদের হাঁড়ি ভাঙা, বল নিক্ষেপ, নারীদের বালিশ বদল এবং শিশুদের চকলেট দৌড়সহ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
মৎস্য উৎপাদনে সফলতা ও খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলা পর্যায়ে তিনজন মৎস্য চাষিকে জাতীয় মৎস্য পদক প্রদান করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ. এফ. এম. নাজমুস সালেহীন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ। সঞ্চালনায় ছিলেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. ইসমাইল হোসেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম হাওলাদার, নজরুল ইসলাম বাদশা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. প্রদীপ কুমার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান এবং উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাব উদ্দিন প্রমুখ।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ. এফ. এম. নাজমুস সালেহীন জানান, ১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হবে। জেলেরা প্রতিদিন জীবন-জীবিকার টানে মাছ শিকার করেন, কিন্তু আনন্দ-উৎসবের সুযোগ থেকে তারা বঞ্চিত। তাই এ আয়োজনের মাধ্যমে জেলেদের মুখে হাসি ফোটানো ও আনন্দ ভাগাভাগি করা হয়েছে।
এ আয়োজন সফল করতে সহযোগিতা করেন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী নজরুল ইসলাম, মাঠ সহায়ক সাইফুল ইসলাম আতিক, সোহাগ হোসেন এবং ফিল্ড অ্যাসিস্ট্যান্ট সুমাইয়া।