
সাগরকন্যা প্রতিবেদক, বামনা (বরগুনা)
বামনা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সোমবার বামনায় পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালি সদর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্ত করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিপাদ্য ছিল অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি। আয়োজনের লক্ষ্য মৎস্যসম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ ও টেকসই ব্যবহার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা।
উপজেলা বন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান মানিক আকন সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে উদ্বোধনী সেশনে বক্তব্য রাখেন। তিনি বলেন মৎস্যখাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মৎস্য পদক ২০২৫ প্রদান করা হবে।
কর্মসূচিতে সফল মৎস্য উদ্যোক্তাদের পুরস্কার প্রদান, পোনা অবমুক্তকরণ, মতবিনিময় সভা ও নিরাপদ মাছ চাষ ক্যাম্পেইন এবং তরুণদের অংশগ্রহণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি ছিলেন বামনা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান।
উল্লেখ্য রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনার কারণে ২২ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর উদ্বোধনসহ কেন্দ্রীয় সকল কর্মসূচি স্থগিত করা হয়েছিল।
অনুষ্ঠানে সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহমুল হাসিব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রোমাঞ্চ আহম্মেদ, কৃষি কর্মকর্তা মোঃ তাসমিন জাহান, বিপ্লব কুমার ঠাকুর ও কাজী সাইফুল ইসলাম সহ অনান्यों বক্তব্য রাখেন। নিহতদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।