বরিশালের সাংবাদিকের বিরুদ্ধে মামলা, প্রত্যাহার দাবিতে মানববন্ধন

হোম পেজ » গণমাধ্যম » বরিশালের সাংবাদিকের বিরুদ্ধে মামলা, প্রত্যাহার দাবিতে মানববন্ধন
মঙ্গলবার ● ১৫ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদীতে সাংবাদিক শাহিনের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ কর্মসূচির আয়োজন করে গৌরনদী প্রেসক্লাব।

 

বক্তারা সাংবাদিক শাহিনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় উপজেলা বিএনপির ইতিবাচক সংবাদ বর্জনের ঘোষণা দেন তারা।

 

মানববন্ধন শেষে প্রেসক্লাবের আহ্বায়ক খোন্দকার মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে প্রতিবাদ সভা হয়। বক্তব্য দেন প্রেসক্লাবের কো-আহ্বায়ক গিয়াসউদ্দিন মিয়া, সাবেক সভাপতি আসাদুজ্জামান রিপন, সাংবাদিক খোকন আহম্মেদ হীরা, হানিফ সরদার, বদরুজ্জামান খান সবুজ, মোল্লা ফারুক হাসান প্রমুখ।

 

উল্লেখ্য, গত বছরের ১১ আগস্ট সাংবাদিক আকতার ফারুক শাহিন বিএনপির স্থগিত কমিটির নেত্রী বিলকিস জাহান শিরিন ও তার পরিবারের বিরুদ্ধে একটি পুরনো পুকুর দখলের খবর প্রকাশ করেন। ওই সংবাদের ১১ মাস পর চলতি জুলাই মাসে শিরিন তার বিরুদ্ধে হয়রানিমূলক মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৮:২৮:০৮ ● ৬৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ