দুমকিতে টানা বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তিতে হাজারো মানুষ

হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে টানা বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তিতে হাজারো মানুষ
বুধবার ● ৯ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে টানা চার দিনের ভারী বর্ষণে পটুয়াখালীর দুমকি উপজেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে।

 

অবিরাম বৃষ্টিপাতে ঘরবাড়ি, রাস্তা-ঘাট, আঙিনা, আমন বীজতলা ও ক্ষেত-খামার পানিতে তলিয়ে গিয়ে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।

 

শনিবার থেকে শুরু হওয়া টানা বর্ষণের সঙ্গে পায়রা ও লোহালিয়া নদীর জোয়ারের পানি যুক্ত হয়ে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

 

পানিতে তলিয়ে গেছে লেবুখালী, পাংগাশিয়া, আংগারিয়া, মুরাদিয়া ও শ্রীরামপুর ইউনিয়নের বহু এলাকা। হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি জমে আছে আঠারগাছিয়া, কার্তিকপাশা, রাজগঞ্জ, চান্দখালী, বাঁশবুনিয়া, হাজিরহাট, আলগি, বাহেরচর, কদমতলা, সন্তোষদি, চরগরবদি, কলাগাছিয়া, দুমকি, শ্রীরামপুর, চরবয়রা ও রাজাখালিতে।

 

অনেকের বাড়ির উঠানে পানি উঠেছে। রান্না, শিশুদের চলাফেরা ও রোগীদের যাতায়াতে সংংকট তৈরী হয়েছে। বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় পাঠদান ব্যাহত হচ্ছে।

 

দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানি ঢুকে গেছে। তলিয়ে গেছে স্টাফ কোয়ার্টার, ডাকবাংলো, মাঠ ও সংলগ্ন সড়ক।

 

পায়রা, লোহালিয়া ও পাণ্ডব নদীর তীরবর্তী ওয়াপদা বেড়িবাঁধের বাইরের এলাকাগুলো আরও বিপর্যস্ত। এসব এলাকায় ৫-৬ ফুট পানিতে শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

 

স্থানীয় কৃষকরা সাগরকন্যাকে জানিয়েছেন, আমন বীজতলা, সবজি ক্ষেত ও মাছের ঘের ডুবে গেছে। এতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

 

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, পানি জমে থাকায় ছোটখাটো রোগবালাই বাড়ছে।

 

এলাকাবাসীর অভিযোগ, পীরতলা খাল খননের অভাবে পানি নিষ্কাশন বন্ধ হয়ে জলাবদ্ধতা স্থায়ী রূপ নিচ্ছে। স্থানীয় বাসিন্দা মজিবর সরোয়ার বলেন, খালের জমি দখল হয়ে যাওয়ায় অবস্থার আরও অবনতি হয়েছে। প্রতি বছরই এমন দুর্ভোগ পোহাতে হয় বলেও জানান তিনি। দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এই ভুক্তভোগী।

 

দুমকি উপজেলা নির্বপ্রাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক বলেছেন, আবহাওয়ার অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকা চিহ্নিত করে সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

 

এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। সতর্কতার অংশ হিসেবে দুর্বল ঘরের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 

বাংলাদেশ সময়: ১৩:৫৮:০৭ ● ৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ