সভাপতি-আহসান, সম্পাদক-দ্বীন মোহাম্মদ৯বছর পর কাউখালীতে বিএনপির সম্মেলন

হোম পেজ » পিরোজপুর » সভাপতি-আহসান, সম্পাদক-দ্বীন মোহাম্মদ৯বছর পর কাউখালীতে বিএনপির সম্মেলন
মঙ্গলবার ● ৮ জুলাই ২০২৫


সভাপতি-আহসান, সম্পাদক-দ্বীন মোহাম্মদ

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী(পিরোজপুর)

দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হলো পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন এস. এম আহসান কবীর এবং সাধারণ সম্পাদক এইচ. এম দ্বীন মোহাম্মদ।

এছাড়া সহ-সভাপতি হয়েছেন মনিরুজ্জামান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন এবং সাংগঠনিক সম্পাদক পদে লিয়াকত তালুকদার ও রফিকুল ইসলাম রফিক নির্বাচিত হন।

পদপ্রত্যাশীদের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান ফলাফল ঘোষণা করেন।

মঙ্গলবার (৮ জুলাই) স্থানীয় পুরাতন ঈদগাহ মাঠে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস. এম আহসান কবীর। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব এইচ. এম দ্বীন মোহাম্মদ।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাহাবুবুল হক নান্নু।

বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম, সাইদুল ইসলাম কিসমত, ইঞ্জিনিয়ার রেজাউল করিম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রহিমা আক্তার হাসি এবং উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৩৯:০৬ ● ৬৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ