
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
জীবন দিয়ে হলেও আক্বীদা ও আদর্শের ব্যাপারে কখনো আপোষ করব না- এমনই কঠোর অবস্থান জানালেন ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব কেবলা।
সোমবার (৭ জুলাই) রাতে ছারছীনা শরীফে আয়োজিত এক খাছ তা’লিমী জলসায় আখেরী মুনাজাতের পূর্বে এ কথা বলেন তিনি। পবিত্র ইয়াওমে আশুরা এবং মরহুম পীর ছাহেব কেবলা বাহরে শরীয়ত, মুজাদ্দিদে জামান শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.)-এর প্রথম ওফাত দিবস উপলক্ষে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
হুজুর বলেন, পীর ছাহেব কেবলা শরীয়তের ব্যাপারে ছিলেন আপসহীন। শরীয়তের খেলাফ কোনো কাজ তিনি বরদাশত করতেন না। তাঁর আদর্শ ও নসীহত অনুসরণ করতে পারলেই আমাদের জীবন সফল হবে।
তিনি আরও বলেন, আলিয়া মাদ্রাসার পাঠ্যসূচিতে আওলিয়ায়ে কেরামের ইতিহাস বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। এ চক্রান্ত রুখে দিতে হবে। কেউ দরবার শরীফ নিয়ে বিভ্রান্তি ছড়ালে তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে। আল্লাহ সহায় থাকলে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে ইনশাআল্লাহ।

জলসায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা এ.বি.এম মোশাররফ হোসেন, জমিয়াতুল মোদাররেছীনের মহাসচিব অধ্যক্ষ শিব্বির আহমদ মোমতাজী, পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, ইউএনও মো. জাহিদুল ইসলাম, ওসি মো. বনি আমিনসহ স্থানীয় প্রশাসন ও বিশিষ্টজনেরা।
মিলাদ-কিয়াম, মর্সিয়া ও তবারক বিতরণের মধ্য দিয়ে মাহফিল শেষ হয়। আখেরী মুনাজাতে হাজারো মুসল্লির কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।