
সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
ধানের শীষে জোয়ার তুলতে ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন পটুয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। তিনি বলেন, মা-বোনেরা সংসার সামলে প্রতি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে কাজ করুন। ঐক্যবদ্ধ হলে বিজয় নিশ্চিত।
বুধবার দুপুরে মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বন্দরে এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভাটি আয়োজন করে মির্জাগঞ্জ উপজেলা বিএনপি। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু।
অনুষ্ঠানে বৈরী আবহাওয়ার মধ্যেও উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে বিপুল সংখ্যাক নেতাকর্মী অংশ নেয়।
স্নেহাংশু সরকার বলেন, বিএনপির কাউন্সিলের দিন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের সামনে দীর্ঘ সময় বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, আপনাদের দুয়ারে দুয়ারে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। দেশের প্রায় অর্ধেক ভোট মা-বোনদের হাতে।
তিনি আরও বলেন, কারও জমি দখল, ঘর দখল কিংবা অন্যায় মামলা যেন কেউ না করে। এসব অপকর্ম আমরা সমর্থন করি না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র ও পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য মোস্তাক আহমেদ পিনু, কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য জাফরুজ্জামান খোকন,পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য দেলোয়ার হোসেন নান্নু,সাবেক সদস্য বশির মৃধা, জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি আনোয়ার হোসেনের সিকদার,মাধব খালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পলাশ হাওলাদার সহ অনেকে।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য মোঃ মিজানুর রহমান,খন্দকার ইমাম হোসেন নাসির, পটুয়াখালী মিডিয়া সেল প্রধান কাজল খন্দকার,জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশফাকুর রহমান বিপ্লব,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন ও জেলা ছাত্রদলের সভাপতি শামীম চৌধুরী প্রমুখ।