রাঙ্গাবালীতে ভূমিসেবা সহায়তা কেন্দ্র চালু

হোম পেজ » পটুয়াখালী » রাঙ্গাবালীতে ভূমিসেবা সহায়তা কেন্দ্র চালু
মঙ্গলবার ● ৮ জুলাই ২০২৫


উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ ফিতা কেটে কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সাগরকন্যা প্রতিবেদক, রাঙ্গাবালী (পটুয়াখালী) 

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় চালু হয়েছে ‘ভূমিসেবা সহায়তা কেন্দ্র’। মঙ্গলবার দুপুর সাড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ ফিতা কেটে কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

উপজেলা সদরের বাহেরচর বাজারে মেসার্স জাহিদ কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্সের উদ্যোগে এই কেন্দ্র চালু করা হয়েছে। সরকারি অনুমোদিত এ কেন্দ্রে নির্ধারিত সেবামূল্যের বিনিময়ে সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা পাবেন।

 

সেবাসমূহের মধ্যে রয়েছে- ভূমি উন্নয়ন কর পরিশোধ, মিউটেশন আবেদন, খতিয়ান (পর্চা), জমির ডিজিটাল নকশা সংগ্রহসহ অন্যান্য প্রক্রিয়ায় সহায়তা।

 

ভূমিসেবা কেন্দ্রের উদ্যোক্তা এস এম জাবের জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতেই আমাদের এই উদ্যোগ।

বাংলাদেশ সময়: ১৯:৩৩:২৯ ● ৬৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ