পায়রায় ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ভারী বর্ষণ

হোম পেজ » আবহাওয়া » পায়রায় ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ভারী বর্ষণ
মঙ্গলবার ● ৮ জুলাই ২০২৫


---

সাগরকন্যা ডেস্ক

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে পায়রাসহ দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই কারণে কুয়াকাটা-কলাপাড়ায় টানা ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

---

 

আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত) কুয়াকাটা ও কলাপাড়ায় ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

 

টানা বৃষ্টিতে কুয়াকাটা ও কলাপাড়া পৌর শহরের বিভিন্ন মহল্লায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। তলিয়ে গেছে মাছের ঘের, পুকুর ও নিচু এলাকা।

 

বঙ্গোপসাগর এখন উত্তাল। তীরে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে উপকূলজুড়ে। মাছ ধরার ট্রলারগুলোকে গভীর সমুদ্রে যাওয়ায় বারণ করা হয়েছে।

---

 

পটুয়াখালী, বরিশাল, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য এসব এলাকার নদীবন্দরকে দুপুর ১টা পর্যন্ত ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

 

আবহাওয়াবিদরা জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ভারী বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

 

বাংলাদেশ সময়: ১২:৪১:২৫ ● ৭১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ