ছাতকে মহাসড়কে নিরাপত্তা ও দুর্ঘটনা রোধে মতবিনিময় সভা

হোম পেজ » সর্বশেষ » ছাতকে মহাসড়কে নিরাপত্তা ও দুর্ঘটনা রোধে মতবিনিময় সভা
বুধবার ● ৯ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, ছাতক (সুনামগঞ্জ) 

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা রোধ ও নিরাপত্তা জোরদারে ছাতকে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ জুলাই) বিকেলে জয়কলস হাইওয়ে থানার ধারণবাজার প্রাঙ্গণে সভাটি অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশের সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম।

সভাপতিত্ব করেন জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন সার্জেন্ট সম্রাট হোসেন।

 

বক্তারা বলেন, অতিরিক্ত গতি, অনভিজ্ঞ চালক এবং ট্রাফিক আইন না মানাই দুর্ঘটনার মূল কারণ।

তারা সড়কে অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদের দাবিও জানান, বিশেষ করে গোবিন্দগঞ্জ, জাউয়াবাজার ও পাগলাবাজার এলাকায় যানজট কমাতে এর বিকল্প নেই বলেও উল্লেখ করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, নিরাপদ মহাসড়ক নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু পুলিশ নয়, পরিবহন মালিক, শ্রমিক ও সাধারণ মানুষকেও দায়িত্ব নিতে হবে।

 

তিনি যানজট নিরসনে অবৈধ দখল উচ্ছেদের আশ্বাস দেন এবং ভবিষ্যতে আরও সচেতনতামূলক সভার আয়োজনের প্রতিশ্রুতি দেন।

 

সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট আম্বরখানা বাস মিনিবাস শাখার সভাপতি রনজিত দত্ত, সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি সুহেল আহমদ ও সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, সাংবাদিক আবদুল আলিমসহ বিভিন্ন পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাংলাদেশ সময়: ২৩:৩২:৪২ ● ৬০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ