
সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ অমল কৃষ্ণ দাস আর নেই। মঙ্গলবার (৮ জুলাই) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।
প্রয়াত অমল কৃষ্ণ দাস পূর্ব সুবিদখালী সার্বজনীন শ্রীশ্রী দুর্গা ও রাধা-গোবিন্দ মন্দিরের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি ছিলেন দৈনিক যায়যায়দিন পত্রিকার মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং মির্জাগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ অমিতাভ দাস অপু’র পিতা।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার রাতে পূর্ব সুবিদখালী গ্রামের নিজ বাড়ির পাশে পারিবারিক শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন নান্নু, সহসভাপতি মো. আহসান উল্লাহ পিন্টু, সাবেক সাধারণ সম্পাদক মো. মোবারক আলী মুন্সী, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান জুয়েল, সুবিদখালী সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল জলিল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কে. এম. আবদুর রাজ্জাকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।