
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার আমতলীতে বাইপাস সড়ক সংস্কারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। সোমবার রাতে কুকুয়া ইউনিয়নের সাহেববাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত ৮জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমড়াগাছিয়া গ্রামের গুদির খালে একটি স্লুইজ নির্মাণ চলছে। বিকল্প চলাচলের জন্য ঠিকাদার বাদশা মিয়া একটি কাঁচা বাইপাস রাস্তা তৈরি করেন, যা চলমান বর্ষায় রাস্তাটি কর্দমাক্ত হয়ে যায়।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গির মৃধা, আব্বাস মৃধা ও ওমর আলী চৌকিদার ওই রাস্তা সংস্কারে ঠিকাদারকে পরামর্শ দিলেও কাজ হয়নি। এর জেরে ওমর আলী চৌকিদার ও প্রতিবেশী মনির প্যাদার মধ্যে প্রথমে কথাকাটাকাটি এবং পরে সংঘর্ষ হয়।
সংঘর্ষের ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ দেন। সোমবার রাতে শালিস বৈঠকের কথা থাকলেও তার আগেই দুই পক্ষ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আহত হন কালাম দফাদার, মোসাদ্দেক হোসেন, হাবিবুল্লাহ, মাহবুব, ওমর আলী চৌকিদার, সুজন প্যাদা, সোহাগ প্যাদা ও মনির প্যাদা। আহতদের মধ্যে দুজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। বাকীদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রাম পুলিশ আবু কালাম জানান, তার ভাইয়ের ওপর হামলার অভিযোগে শালিস ডাকা হলেও তার আগেই মনির প্যাদার লোকজন আবারো হামলা চালায়। মনির প্যাদা পাল্টা অভিযোগে বলেন, ওমর আলীর লোকজনই তাদের ওপর চড়াও হয়েছে।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু বকর জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম বলেন, শালিস বৈঠকের আগেই সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।