পবিপ্রবির মাঠে অন্তরঙ্গ অবস্থায় বহিরাগত তরুণ-তরুণী আটক

হোম পেজ » পটুয়াখালী » পবিপ্রবির মাঠে অন্তরঙ্গ অবস্থায় বহিরাগত তরুণ-তরুণী আটক
মঙ্গলবার ● ৮ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, পবিপ্রবি (পটুয়াখালী) 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কেন্দ্রীয় খেলার মাঠ থেকে অন্তরঙ্গ অবস্থায় এক তরুণ ও তরুণীকে আটক করেছে নিরাপত্তা শাখা। রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের মাঠের উত্তর প্রান্তে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, তরুণটি ঢাকার বাসিন্দা এবং তরুণী পটুয়াখালীর দুমকি উপজেলার। শিক্ষার্থীদের অভিযোগে সাড়া দিয়ে নিরাপত্তাকর্মীরা তাদের আটক করে কার্যালয়ে নিয়ে যান।

 

নিরাপত্তা অফিসে নেওয়ার পরও ওই যুগল অশালীন আচরণে লিপ্ত হয় বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে তরুণটি ক্ষিপ্ত হয়ে অফিসের টিভি মনিটর ভাঙচুর করেন এবং নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে হুমকি দেন।

 

পরে তরুণীর মা ও বড় বোন ঘটনাস্থলে এসে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার অনুরোধ জানান। তাদের কাছ থেকে লিখিত স্বীকারোক্তি ও মুচলেকা নেওয়া হয়। এছাড়া ক্ষতিপূরণ হিসেবে ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এরপরে তাদের ছেড়ে দেওয়া হয়।

 

সহকারী নিরাপত্তা কর্মকর্তা মো. মুকিত মিয়া সাগরকন্যাকে বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিঘ্নিত হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়। ক্ষতিপূরণ নিয়ে মালামাল পরদিন বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, নিরাপত্তা রক্ষায় আমরা সর্বদা তৎপর। ভবিষ্যতে এমন ঘটনা রোধে আরও কড়াকড়ি আরোপ করা হবে।

বাংলাদেশ সময়: ৭:৩৫:৫২ ● ৫৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ