যুবদল নেতাদের কাণ্ড! বিয়েতে বোন রাজি না হওয়ায় বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটিয়েছে ভাইকে

হোম পেজ » ভোলা » যুবদল নেতাদের কাণ্ড! বিয়েতে বোন রাজি না হওয়ায় বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটিয়েছে ভাইকে
মঙ্গলবার ● ৮ জুলাই ২০২৫


নির্যাতিত জাহিদুল ইসলাম

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

ভোলার চরফ্যাশনে প্রেম ও বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুলছাত্রীর ভাইকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে অমানবিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত জাহিদুল ইসলাম (২৫) বর্তমানে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

 

ঘটনাটি ঘটেছে চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের মেয়াজানপুর গ্রামে। নির্যাতনের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

 

আহত জাহিদুল উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা। অভিযুক্ত তুহিন তার পুরোনো বন্ধু ছিল। জাহিদুলের নবম শ্রেণিতে পড়ুয়া বোনকে প্রেমের প্রস্তাব দেয় তুহিন। তার বোন এবং পরিবার রাজি না হওয়ায় এতেই ক্ষেপে যায় তুহিন।

 

গত শুক্রবার ভোরে তুহিন ফোন করে জাহিদুলকে চৌরাস্তার কাছে ডেকে নেয়। সেখানে যুবদল নেতা ইমন তালুকদার, আমিনুল ইসলাম ও মো. সিদ্দিকসহ কয়েকজন মিলে তাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতন চালায়। ব্যাটারির চাপ দিয়ে হাত-পায়ের নখ তুলে ফেলার সময় জ্ঞান হারায়। জ্ঞান ফিরলে তাকে পানিতে চুবিয়ে ফের নির্যাতন চালানো হয়।

 

জাহিদুলের পরিবার জানায়, অভিযুক্তরা ভিডিও ধারণ করে মাদক দিয়ে ফাঁসাতে চেয়েছিল। পরে গ্রাম পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

 

জাহিদুলের মা বলেন, তুহিন তার মেয়েকে দীর্ঘদিন উত্যক্ত করে আসছিল। মেয়েটি ভয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। ছেলেকে নির্যাতনের বিচার দাবি করেন তিনি।

 

জাহিদুলের বাবা অভিযোগ করেন, ঘটনার পর চক্রটি হুমকি দিচ্ছে- থানায় অভিযোগ করলে মেয়েকে এসিডে ঝলসে দেওয়া ও ছেলেকে হত্যা করা হবে।

 

অভিযুক্তদের সকলে ঘটনার পর থেকে ফোন বন্ধ রেখে পলাতক রয়েছে। তাই তাদের সাথে যোগাযোগ করা যায়নি। তুহিনের বাবা বলেন, আমি কিছু জানি না।

 

চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার বলেন, পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:০১:৫২ ● ৭০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ