ঋণের চাপে সাগর উপকূলের জেলেরা, ইলিশ এখন সোনার হরিণ!

হোম পেজ » লিড নিউজ » ঋণের চাপে সাগর উপকূলের জেলেরা, ইলিশ এখন সোনার হরিণ!
সোমবার ● ৭ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

 

টানা বৈরী আবহাওয়ার কারণে আবারও খালি হাতে ফিরছেন উপকূলের জেলেরা। সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আশানুরূপ মাছ না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন। এতে হতাশা, ক্ষতি আর ঋণের জালে জড়িয়ে পড়ছেন জেলে ও ট্রলার মালিকরা।

 

গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিনের সামুদ্রিক মাছ ধরায় আরোপিত নিষেধাজ্ঞা পালন করে তারা। এরপর সাগরে নামলেও একের পর এক সাগরে নিম্নচাপ ও দমকা হাওয়ার ফলে সাগর উত্তাল থাকায় মাছ ধরতে পারেননি জেলেরা। তাদের ভাষায়, ইলিশ এখন সোনার হরিণ।

 

মৎস্য বন্দর আলীপুরের ব্যবসায়ী আবুল হোসেন কাজী সাগরকন্যাকে বলেন, প্রতিবার ট্রলার সাগরে পাঠাতে কয়েক লাখ টাকা খরচ হয়। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মাঝপথেই ঘাটে ফিরতে হয়। এতে আমরা ব্যাপকভাবে ঋণগ্রস্ত হয়ে পড়েছি।

 

মায়ের দোয়া ট্রলারের মাঝি ইউসুফ আলী জানান, অবরোধ শেষে সমুদ্রে নামলেও কিছুদিন পরপরই আবহাওয়া খারাপ হয়। লাভ তো দূরের কথা, খরচও তুলতে পারছেন না। এভাবে চললে পেশা বদলানো ছাড়া উপায় থাকবে না বলেও জানান তিনি।

 

আলিপুর মৎস্য আড়ৎদার সমিতির সভাপতি আঃ জলিল ঘরামী বলেন, গত চার বছর ধরে শুধু লোকসানই দিচ্ছি। জেলেদের নিকট থেকে দাদনের টাকা তুলে নেওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে।

 

মহিপুর আড়ৎদার মালিক সমিতির সাধারণ সম্পাদক সুমন দাস বলেন, ইলিশের দাম চড়া হলেও জেলেরা মাছ পাচ্ছেন না। ফলে আড়ৎগুলোতেও মন্দাভাব চলছে।

---

 

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা সাগরকন্যাকে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাগর বারবার উত্তাল হয়ে উঠছে। কিছু বড় ট্রলার মাছ পেলেও সাধারণ জেলেরা এখনো ইলিশের নাগাল পাচ্ছেন না। তবে সাগরের পরিস্থিতি বদলাবে এবং তখন সাধারণ জেলেরাও প্রচুর ইলিশ নিয়ে ঘাটে ফিরবেন বলে আমার বিশ্বাস।

বাংলাদেশ সময়: ১৯:৫৮:৫৭ ● ৭৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ