
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
বিরামহীন বৃষ্টিতে পটুয়াখালীর উপকূলীয় উপজেলা কলাপাড়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। পৌর শহর থেকে গ্রামীণ জনপদ পর্যন্ত সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। খাল-বিল উপচে পড়া পানিতে থৈ থৈ করছে। চাষের জমিতে হাঁটু থেকে কোমর সমান পানি জমে গেছে।
টানা বৃষ্টিতে কলাপাড়ার অন্তত ৩০ কিলোমিটার পাকা সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সড়কে যান চলাচল বন্ধ হওয়ার উপক্রম। অধিকাংশ কাঁচা রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কে পাঁচ-ছয় ইঞ্চি কাদা জমে যাওয়ায় পায়ে হাঁটাও কঠিন হয়ে উঠেছে। সবচেয়ে বিপাকে পড়েছে স্কুলগামী শিক্ষার্থীরা। অনেক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি কমে গেছে।
টিয়াখালীর অটোচালক ইব্রাহীম হাওলাদার সাগরকন্যাকে বলেন, আগেই অনেক পাকা রাস্তা নষ্ট ছিল, এখন টানা বৃষ্টিতে বড় বড় গর্ত হয়ে গেছে। গাড়ি চালানো যাচ্ছে না।
ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হেদায়েত উল্লাহ জেহাদি জানান, ডালবুগঞ্জ বাজার থেকে তুলাতলী পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়ক আগে থেকেই ভেঙে পড়েছিল। এখন পরিস্থিতি আরও খারাপ। যান চলাচল প্রায় বন্ধ।
খেপুপাড়া রাডার স্টেশনের তথ্যমতে, মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কলাপাড়ায় ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের প্রভাবে সৃষ্ট মেঘবলয়ের কারণে এ বৃষ্টি হচ্ছে এবং আগামীকাল (বুধবার) পর্যন্ত এটি অব্যাহত থাকতে পারে।

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) কলাপাড়া শাখার সহকারী পরিচালক আসাদুজ্জামান খান বলেন, সৃষ্ট লঘুচাপের কারণে উপকূলজুড়ে এমন বৃষ্টি হচ্ছে। বুধবার নাগাদ কমে আসতে পারে।
বৃষ্টির এই ধারায় কলাপাড়ার পায়রাবন্দরসহ গোটা উপকূলজুড়েই জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন দিনমজুর ও শ্রমজীবী মানুষ।