কাউখালীতে সিডও সনদ বাস্তবায়নের দাবিতে র‌্যালী ও আলোচনা সভা

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে সিডও সনদ বাস্তবায়নের দাবিতে র‌্যালী ও আলোচনা সভা
মঙ্গলবার ● ৩ সেপ্টেম্বর ২০১৯


কাউখালীতে সিডও সনদ বাস্তবায়নের দাবিতে র‌্যালী ও আলোচনা সভা

কাউখালী (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখার উদ্যোগে সিডও সনদের পূর্ণ অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে র‌্যালী ও আলোচনা সভা করেছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্ব) বিকেলে আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে র‌্যালী শেষে মহিলা পরিষদের কার্যালয়ে আলোচনা সভায় বক্তরা এ দাবি জানায়।মহিলা পরিষদের জেলা শাখার সম্মানিত সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেনকাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, কাউখালী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ অলক কর্মকার এবং কাউখালী পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুব্রত রায়, শামীম আরা বেগম নুপুর,মহিলা পরিষদ কাউখালী শাখার সহ-সভাপতি জাহানারা হাবিব প্রমূখ।
বক্তরা বলেন, সিডও সনদের ধারা ২ বাংলাদেশ সংবিধানের ২৬, ২৭, ২৮, ২৯ নম্বর ধারা-উপধারার সঙ্গে সম্পূর্ণ এক। তবু স্বাধীন বাংলাদেশে গণতান্ত্রিক সরকার জাতিসংঘ সিডও সনদে যে অঙ্গীকার করেছে তা তারা রক্ষা করছেন না।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৫৩:৩৭ ● ৫৫০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ