চরফ্যাশনে সড়ক দূর্ঘটনায় আহত প্রভাষকের ৪ বছর পর মৃত্যু

প্রথম পাতা » ভোলা » চরফ্যাশনে সড়ক দূর্ঘটনায় আহত প্রভাষকের ৪ বছর পর মৃত্যু
শনিবার ● ১৩ জুলাই ২০১৯


চরফ্যাশনে সড়ক দূর্ঘটনায় আহত   প্রভাষকের ৪ বছর পর মৃত্যু

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন সড়ক দূর্ঘটনা আহত আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজের প্রভাষক পৌরসভা ৪নং ওয়ার্ডের বাসিন্দা নাসিমুল গনি পায়েল ৪ বছর পর মৃত্যু বরণ করেছে।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ৬টায় ঢাকায় চিকিৎসা অবস্থায় মারা যান। কলেজের অধ্যক্ষ এম এ মাজেদ বলেন, ১ অক্টোরব/১৫ তারিখে কলেজের গুরুত্বপূর্ণ কাজে চরফ্যাশন যাওয়ার পথে পানি উন্নয়ন বোডে ডিভিশন-২ সড়ক সংলগ্ন মটর সাইকেল দূর্ঘটনা গুরুতর আহত হয়। তাকে প্রথমে ঢাকা এ্যাপোলো হাসপাতাল পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল। দূর্ঘটনা পর থেকে তিনি মৃত্যু পর্যন্ত অজ্ঞান ছিল। কোন কথা কারো সাথে বলতে পারেননি। তার চিকিৎসায় লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে বলে পরিবার জানিয়েছেন। নিহত পায়েল আমিনাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাকাম পাটওয়ারীর ৩য় ছেলে। পায়েলের ১ ছেলে এক মেয়ে রয়েছে। শুক্রবার বেলা ১১টায় চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসার মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ জয়নাল্ আবেদীন আখন, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজের অধ্যক্ষ এম এ মাজেদ।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৭:২০ ● ৩৮১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ