বাউফলে নকলনবিশদের কর্মবিরতি পালন

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » বাউফলে নকলনবিশদের কর্মবিরতি পালন
বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০১৯


---

অতুল পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি॥
বাউফল উপজেলা সাবরেজিস্ট্রি কার্যালয়ের ৩৪ জন অতিরিক্ত মোহরার (নকলনবিশ) বৃহস্পতিবার কর্মবিরতি পালন করেছেন। সাবরেজিস্ট্রারের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে এমনটি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে সরকার একদিনে প্রায় অর্ধ লাখ টাকা রাজস্ব হারিয়েছে।

জানা গেছে, সাবরেজিস্ট্রার প্রায়ই মোহরারদের (নকলনবিস) সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। গত ১১ এপ্রিল (বৃহস্পতিবার) তাঁদের এক মোহরার নিদায়ীপত্রে (ননইনকাম) স্বাক্ষর করাতে গেলে সাবরেজিস্ট্রার স্বাক্ষর না করে ফেলে দেন। সর্বশেষ বুধবার (১৭ এপ্রিল) কয়েকজন মোহরারেরা দলিলের অবিকল নকল কপিতে স্বাক্ষরের জন্য সাবরেজিস্ট্রারের সামনে ধরলে স্বাক্ষর না করে নকল কপি ছুড়ে ফেলেন। এর প্রতিবাদে তাঁরা বৃহস্পতিবার এ কর্মবিরতি পালন করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক মোহরা বলেন,‘সাবরেজিস্ট্রারের অসৌজন্যমূলক আচরণ ও খামখেয়ালিপনার কারণে সরকার এক দিনে অর্ধলাখ টাকার রাজস্ব হারিয়েছে।’

উপজেলা সাবরেজিস্ট্রার আবদুর রব অভিযোগ অস্বীকার করে বলেন,‘আমি কারো সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করিনি। আমার কাজইতো স্বাক্ষর করা। আর বিষয়টি আমাদের নিজেদের, তাই তাঁদেরকে ডেকে বিষয়টি নিস্পত্তি করে ফেলবো।’

বাংলাদেশ সময়: ১৭:০০:৩০ ● ৪৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ