কাউখালীতে চার মাছ ব্যবসায়ির জেল- জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে চার মাছ ব্যবসায়ির জেল- জরিমানা
সোমবার ● ২২ এপ্রিল ২০২৪


কাউখালীতে চার মাছ ব্যবসায়ির জেল- জরিমানা

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে পঁচা মাছ বিক্রির অপরাধে দুই মাছ ব্যবসায়ীকে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড এবং জাটকা ইলিশ বিক্রির দায়ে অপর দুই মাছ ব্যবসায়ীকে তিন হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (২২ এপ্রিল) সকালে কাউখালী উপজেলা শহরের সাপ্তাহিক বাজারের দিন দক্ষিন বাজারে উপজেলা প্রশাসন,মৎস্য অধিদপ্তর এবং নৌ-পুলিশ যৌথ  অভিযানে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ স্বজল মোল্লা এই দন্ড দেন।
ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় তিন দিনের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত ব্যবসায়ীরা হলেন-বরগুনা জেলার পাথরঘাটার আঃ আজিজ এর ছেলে মোঃ সগির(৫০), আনোয়ার হাওলাদারের ছেলে মোঃ সাগর(২৪) এবং মৎস্য রক্ষা ও সংরক্ষরন আইন এর ৩৩ ধারায় দন্ড প্রাপ্তরা হলেন-কাউখালীর চিরাপাড়া গ্রামের জমির শেখ ও মাইনুল ইসলাম।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন,্এ্র আগেও মাছে রং মেশানো ,পঁচা মাছ ও জাটকা ইলিশ বিক্রির অপরাধে একাধিক মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মাছে রং মেশানোর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগনকে সচেতন করা হচ্ছে বলে ও তিনি জানান।

 

 

 

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:১৪:৫১ ● ৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ