চরফ্যাশনে সর্বজনীন পেনশন বিষয়ক অবহিতকরণ সভা

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে সর্বজনীন পেনশন বিষয়ক অবহিতকরণ সভা
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪


চরফ্যাশনে সর্বজনীন পেনশন বিষয়ক অবহিতকরণ সভা

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলা প্রশাসনের উদ্যোগে সর্বজনীন পেনশন স্কিম উপজেলা পর্যায়ে সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহম্পতিবার বেলা ১১টায় উপজেলা বজ্রগোপাল টাউন হলে নির্বাহী কর্মকর্তা নওরীন হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ভোলা অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসাইন।
সহকারী কমিশনার (ভূমি) সালেক মূহিত এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, চরফ্যাশন থানার ওসি শাখাওয়াত হোসেন, আসলামপুর ইউপি চেয়ারম্যান একে এম সিরাজুল ইসলাম, রসুলপুর ইউপির চেয়ারম্যান জহির পন্ডিত, সোনালী ব্যাংক ব্যবস্থাপক জাকির হোসেন প্রমুখ। বক্তরা বলেন, সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন। এই গ্লোগান নিয়ে অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে এই দেশের মানুষের বৃহৎ চিন্তা করে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে সর্বজনীন পেনশন স্কিম চালুর ঘোষণা দিয়েছেন।
প্রথম ধাপে প্রায় ৩/৪শ’ লোকদেরকে এই নিবন্ধনের আওয়তা আনা হবে। ১৮বছর বয়স থেকে ৫০বছর বয়সীরা জাতীয় পরিচয় পত্র অথবা পাসপোর্ট নাম্বার ব্যবহার করে প্রত্যেক মাসে ৫শ’ টাকা করে জমা রাখলে সরকার আপনাকে দিবে ৫শ’টাকা, আপনার এ্যাকাউন্টে জমা হবে ১০০০হাজার টাকা। এভাবে আপনী ৫০বছর পর্যন্ত মাসিক পেনশনের টাকা পেনশনের ব্যাংক একাউন্টে বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস একাউন্টে (যেমনঃ বিকাশ,নগদ ইত্যাদি) স্বয়াংক্রিয়ভাবে জমা রাখতে পারবেন।
বয়স ৬০বছর পূর্ণ হলে চাকুরীজীবিদের মত আপনিও অজীবন পেনশন ভোগ করবেন। পেনশন দাতা পেনশন পাওয়ার পূর্বে যদি মারা যায় তাহলে জমাকৃত অর্থ মুনাফাসহ নমিনী/নমিনীগনকে ফেরত দেয়া হবে। সোনালী ব্যাংকে ১০টাকা দিলে হিসাব খোলা যাবে ওই হিসাবেই টাকা জমা থাকবে।


এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২৩:১২:৪৪ ● ৫৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ