গোপালগঞ্জে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়

প্রথম পাতা » ঢাকা » গোপালগঞ্জে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪


গোপালগঞ্জে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

তীব্র তাপদাহের সঙ্গে গরম বাতাস বইছে। প্রচন্ড গরম, কাঠফাটা রোদে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। একের পর এক জারি করা হচ্ছে হিট এ্যালার্ট। এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে গোপালগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ৯ টায় শহরের ঈদগাহ মাঠে গোপালগঞ্জ কোর্ট মসজিদ ও মাদ্রাসার আয়োজনে এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করে শহরের বিভিন্ন মসজিদ মাদ্রাসার ছাত্র শিক্ষক ও আমজনতা ।
নামাজে ইমামতি ও দোয়া মোনাজাত পরিচালনা করেন গোপালগঞ্জ কোর্ট মসজিদের ইমামও খতিব মোওলানা মুফতি হাফিজুর রহমান। এতে শহরের বিভিন্ন এলাকা থেকে নামাজ পড়তে আসেন মুসল্লিরা।
এ সময় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন এলাকার ধর্মপ্রান মুসল্লিরা।
নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২৩:১৭:৪১ ● ৪৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ