সিরাজগঞ্জে মা-মেয়েসহ ৩ জনের লাশ উদ্ধার

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » সিরাজগঞ্জে মা-মেয়েসহ ৩ জনের লাশ উদ্ধার
বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০১৯


---

সিরাজগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥
সিরাজগঞ্জের বেলকুচিতে পৃথক ঘটনায় মা ও মেয়েসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকা ক্ষিদ্রমাটিয়া পশ্চিমপাড়া ও উপজেলার দৌলতপুর ইউনিয়নের ধলগাগড়াখালী এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন- ক্ষিদ্রমাটিয়া পশ্চিমপাড়া গ্রামের আবদুল কাদের মাস্টারের স্ত্রী রোজিনা খাতুন (৩৬) ও তার মেয়ে কানিজ ফাতেমা (০৮) এবং ধুলগাগড়াখালী গ্রামের ইসলাম শেখের প্রতিবন্ধী ছেলে আবু মুছা (২৫)। বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, পারিবারিক কলহের জের ধরে ক্ষিদ্রমাটিয়া গ্রামের আবদুল কাদের মাস্টারের স্ত্রী রোজিনা খাতুন তার মেয়ে কানিজ ফাতিমাকে শ্বাসরোধে হত্যা করেন। পরে মেয়েকে হত্যার পর রোজিনা নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে। অপরদিকে, দৌলতপুর ইউনিয়নের ধুলগাগড়াখালী গ্রামের ইসলাম শেখের মানসিক প্রতিবন্ধী ছেলে আবু মুছা বিষপানে আত্মহত্যা করেন। কোনো অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:০১:২৬ ● ৫৮৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ