তীব্র গরমে গোপালগঞ্জের রাস্তায় পানি হাতে পুলিশ সুপার!

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » তীব্র গরমে গোপালগঞ্জের রাস্তায় পানি হাতে পুলিশ সুপার!
মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০২৪


তীব্র গরমে গোপালগঞ্জের রাস্তায় পানি হাতে পুলিশ সুপার!

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

৪০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় দিনমজুর, অটো চালক ও রিক্সা চালকদের সেবায় পানি ও খাবার স্যালাইন হাতে শহরের রাস্তায় গোপালগঞ্জ পুলিশ সুপার আল বেলী আফিফা।
মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট ট্রাফিক পুলিশ বক্সের সামনে দিনমজুর রিক্সাচালকদের হাতে এ সকল পানি ও খাবার স্যালাইন তুলে দেন পুলিশ সুপার।
এ সময় পুলিশ সুপার আল বেলী আফিফা বলেন, এই তিব্র গরমে যারা কাজ করছেন দিনমজুর, রিক্সাওয়ালা, অটো চালক ও আমাদের ট্রফিক পুলিশ তাদের সহমর্মিতা জানানোর জন্য ওদের পাশে থাকার জন্য আমাদের এ উদ্যোগ।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎফুর কবির চন্দন, অতিরিক্ত পুলিশ সুপার উখিং মে, অতিরিক্ত পুলিশ ডিএসবি মোহাম্মদ মাহাবুব, এএসপি সদর শফিকুল ইসলাম, গোপালগঞ্জ সদর থানার ওসি তদন্ত হারুন অর রশিদ, ট্রাফিক সার্জেন্ট কামরুল ইসলাস’সহ জেলা পুলিশ, ডিবি পুলিশ, থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২৩:৪৮:২০ ● ৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ