বাবুগঞ্জে তিন কোটি টাকা নিয়ে উধাও এনজিও

প্রথম পাতা » বরিশাল » বাবুগঞ্জে তিন কোটি টাকা নিয়ে উধাও এনজিও
বুধবার ● ২০ মার্চ ২০১৯


---

আল আমিন, (বাবুগঞ্জ) সাগরকন্যা বরিশাল॥
বরিশালের বাবুগঞ্জ গ্রাহকের প্রায় তিন কোটি টাকা হাতিয়ে লাপাত্তা এক এনজিও। রুপালী বাংলা সোসাইটি (আরবিএস) রেজিঃ নং- এস-১১৩৮৭(৯৫১) নামে ওই এনজিও মাত্র দুই সপ্তাহ আগে তাদের কার্যক্রম শুরু করে। মঙ্গলবার ((১৯ মার্চ)) গ্রাহকদের লোভনীয় অংকের ঋণ দেওয়ার কথা থাকলেও লাপাত্তা হয়েছে ওই এনজিওর কর্মকর্তারা। খোঁজ নিয়ে জানা গেছে, বাবুগঞ্জের সাতমাই এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে ঋণ কার্যক্রম শুরু করে আরবিএস নামের ওই এনজিও। ১০ হাজার টাকা জমা দিলে এক লাখ টাকা, ২০ হাজার টাকা জমায় দুই লাখ, টাকার অংক বাড়লে ঋণের পরিমানও বাড়ানো হবে এমন সব লোভনীয় প্রস্তাব দেয় আরবিএসের কর্মকর্তারা। বাবুগঞ্জ উপজেলার সহস্রাধিক মানুষ আরবিএসের ফাঁদে ধরা দেয়। মঙ্গলবার বিকালে ঋণের টাকা নিতে অনেক সদস্যরা হাজির হন এনজিও কার্যালয়ের সামনে। অফিস তালা বদ্ধ দেখে আশে পাশের মানুষের কাছে তারা বিষয়টি জানতে চান। কিন্তু তারা ওই এনজিও বা এনজিও কর্মকর্তাদের ব্যাপারে কিছু বলতে পারে না। এদিকে এনজিও কর্মকর্তাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে এয়ারর্পোট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান মুকুল’র জানান, গ্রাহকদের উচিত ছিল এনজিও সম্পর্কে খোঁজ খবর নিয়ে লেনদেন করা। কিন্তু সেটি তারা করেনি। প্রকৃত ঘটনা আসলে কি তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:৫০:৩০ ● ৫২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ