বানারীপাড়ায় বাসচাপায় মটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম পাতা » বরিশাল » বানারীপাড়ায় বাসচাপায় মটরসাইকেল আরোহীর মৃত্যু
রবিবার ● ১০ মার্চ ২০১৯


---

বানারীপাড়া (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥
বরিশাল-বানারীপাড়া মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় আবুল কালাম (৫৫) নামের এক মটরসাইকেল আরোহীর ঘটনাস্থলে মৃত্যু ও চালক মনির হোসেন গুরুতর আহত হয়েছে। রোববার রাত ৮টার দিকে উপজেলার ব্রাম্মনকাঠী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রাতেই স্থানীয় বাস ও চালক ফরিদ মিয়াকে আটক করে থানা পুলিশের কাছে সোফর্দ করেছে। এ বিষয়ে স্থানীয় ও গুরুতর আহত মটরসাইকের চালক মনির হোসেন জানান, রোববার রাত পৌনে ৮টার দিকে ব্যবসায়ী আবুল কালাম (৫৫)কে নিয়ে বানারীপাড়া থেকে মটরসাইকেল যোগে কুনিয়ারী গ্রামের নিজ বাড়িতে যাওয়ার সময় নেছারাবাদ থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস খাজা পরিবহন বরিশাল ব-০৫-০০৭৪ তাদেরকে চাপা দেয়। এ সময় সে গুরুতর আহত হয় ও ব্যবসায়ী আবুল কালাম’র ঘটনাস্থলেই মুত্যু আহত হয়। পরে স্থানীয়রা ঘাতক বাস খাজা পরিবহন ও চালক ফরিদ হোসেনকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে এবং মনিরকে উদ্ধার করে উপজেলা ৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার সামচ ই জাহান সোনিয়া তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন। এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. খলিলুর রহমান বলেন, সড়কে এক মটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় চালক ও বাস আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ২১:০০:২৫ ● ৫২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ