বঙ্গবন্ধু’র সমাধিতে জয় বাংলা ঐক্যমঞ্চের শ্রদ্ধা নিবেদন

প্রথম পাতা » ঢাকা » বঙ্গবন্ধু’র সমাধিতে জয় বাংলা ঐক্যমঞ্চের শ্রদ্ধা নিবেদন
শনিবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৩


বঙ্গবন্ধু’র সমাধিতে জয় বাংলা ঐক্যমঞ্চের শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন “জয় বাংলা ঐক্য মঞ্চ”র নেতৃবৃন্দরা। জয় বাংলা ঐক্য মঞ্চের সভাপতি প্রফেসর আব্দুল মান্নান চৌধুরীর নেতৃত্বে এ শ্রদ্ধা জানান নেতৃবৃন্দগণ ও সদস্যগণ।
শনিবার (১৬ সেপ্টম্বর) দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এ শ্রদ্ধা জানান তারা। পরে ফাতেহা পাঠ ও ‘৭৫-এর ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ সকল নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।
শ্রদ্ধা নিবেদন শেষে সকল সদস্যদের শপথ পাঠ করান জয় বাংলা ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক এডভোকেট নাজমা কাওসার।
এসময় জয় বাংলা ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক এডভোকেট নাজমা কাওসার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসমাত কাদির গামা, ভাইস চেয়ারম্যান এড. জহিরুল ইসলাম, কামাল চৌধুরী, তালুকতার সারোয়ার হোসেন, এড. হাবিবুর রহমান, এড. চৈতালী চক্রবর্তী, মো: শাহজাহান আলী, এড. রকিবুল হক মিয়া রিপন, এড. নুরুল হুদা, এড. জাহাঙ্গীর হোসেন দুলাল, রুবিনা কাওসার জলি, এড. ইউসুব মাহমুদ, এড. সেলিনা চৌধুরী’সহ সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।


এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২২:০৮:০০ ● ১৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ