গলাচিপায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালন

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালন
রবিবার ● ২৩ জুলাই ২০২৩


গলাচিপায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালন

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

‘সবার আগে সুশাসন, জনসেবার উদ্ভাবন’ এ প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার(২৩ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী, পানপট্টি ইউপি চেয়ারম্যান মো. মাসুদ রানা, চিকনিকান্দী ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, ডাকুয়া ইউপি চেয়ারম্যান বিশ^জিৎ রায়, গোলখালী ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার, গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সিনিয়র সাংবাদিক খালিদ হোসেন মিল্টন প্রমুখ। এ ছাড়াও সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীলসমাজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সভায় উপস্থিত ছিলেন।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫৮:৫৫ ● ৫৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ