প্রকৃত শিক্ষা লাভ করতে পারলেই সর্বত্র ড. রেবেকা সুলতানার জন্ম হবে-মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

প্রথম পাতা » পিরোজপুর » প্রকৃত শিক্ষা লাভ করতে পারলেই সর্বত্র ড. রেবেকা সুলতানার জন্ম হবে-মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী
শুক্রবার ● ৩০ ডিসেম্বর ২০২২


প্রকৃত শিক্ষা লাভ করতে পারলেই সর্বত্র ড. রেবেকা সুলতানার জন্ম হবে-মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শম রেজাউল করিম বলেছেন, মানুষের কল্যান করাই আশরাফুল মাখলুকাতের কাজ।  সেজন্যই আল্লাহ সৃষ্টি সেরা জীব হিসেবে মানুষকে সৃষ্ঠি করেছেন। প্রকৃত শিক্ষা লাভ করতে পারলেই সর্বত্র ড. রেবেকা সুলতানার জন্ম হবে। শিক্ষককে কিভাবে স্মরণে রাখতে হয় ড. রেবেকা সুলতানা শিক্ষকের নামে পাঠাগার উদ্বোধন করে দেখিয়ে দিল। সমাজের প্রতিটি এলাকায় রেবেকাদের জন্ম হলে একদিন বাংলার মানুষের কোন কষ্ট থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী বান্ধব সরকার তাই সর্বত্রই নারীদের মূল্যায়ন করে চলছেন। বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে তিনি আরও বলেন, সরকারের একার পক্ষে সব কিছুই করা সম্ভব নয়। যদি আপনাদের সহযোগীতা না থাকে তাহলে সমাজ উন্নতির দিকে এগোতে পারেনা। সব দিক বিবেচনায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করছেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে এ দেশ অচিরেই উন্নত দেশে পরিনত হবে। আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে ক্ষমতায় রেখে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মান করতে পারে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে স্বরূপকাঠি পৌরসভার উত্তর জগন্নাথকাঠিতে ঢাকা বিশ^ বিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. রেবেকা সুলতানার প্রতিষ্ঠিত ডা. শামসুর রহমান ও আঞ্জুমান আরা সেবাকেন্দ্রে বার্ষিক চিকিৎসা সেবা ক্যাম্প, সহায়তা ও শীতবস্ত্র বিতরন এবং অধ্যক্ষ মো. শাহ আলম পাঠাগারের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। অধ্যাপক ড. রেবেকা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বাংলাদেশ আওয়ামীলীগের জাতিয় কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক এস এম মুইদুল ইসলাম, পৌরসভার মেয়র মো. গোলাম কবির প্রমুখ। এ সময় এলাকার ১২০ জনের অধিক রোগীকে ডা.আশিক দত্ত, ডা. সুমন হালদার, ডা. ওয়াহিদুজ্জামান, ডা. মিরাজুল ইসলাম ফ্রি চিকিৎসা, গরীবদের মাঝে ঔষধ, ছাগল, নগদ টাকা ও কম্বল বিতরন করেন। মন্ত্রী বিকেলে উপজেলার সেহাংগলে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেন। এসময় ইউএনও মো. মাহাবুব উল্লাহ মজুমদার, নেছারাবাদ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রিয়াজ হোসেন, ওসি আবীর মো. হোসেন ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫৩:২৪ ● ১২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ