আমতলীতে সাইক্লোন শেল্টারে উপকুলের মানুষ!

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে সাইক্লোন শেল্টারে উপকুলের মানুষ!
সোমবার ● ২৪ অক্টোবর ২০২২


আমতলীতে সাইক্লোন শেল্টারে উপকুলের মানুষ!

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

রাত ঘনিয়ে আসার সাথে সাথেই উপকুলীয় অঞ্চল আমতলী ও তালতলী উপজেলার মানুষ সাইক্লোণ সেল্টারে আশ্রয় নিচ্ছে। সোমবার সন্ধ্যায় দুই উপজেলায় ১৭৬ টি সাইক্লোণ সেল্টার অন্তত ২০ হাজারের অধিক মানুষ আশ্রয় নিয়েছেন।
জানাগেছে, ঘুর্ণিঝড় সিত্রাং উপকুলীয় অঞ্চল আমতলী ও তালতলীকে ৭ নং বিপদ সংকেতের খবর শুনে উপকুলের মানুষ আশ্রয় কেন্দ্রে যাওয়া শুরু করেছে। রাত যতই ঘনিয়ে আসছে তারা ততই  সাইক্লোণ সেল্টারে আশ্রয় নিচ্ছে। সোমবার সন্ধ্যায় দুই উপজেলায় ১৭৬ টি সাইক্লোণ সেল্টার অন্তত  ২০  হাজারের অধিক মানুষ আশ্রয় নিয়েছেন। উপজেলা প্রশাসন সোমবার দুপুরে সাইক্লোণ সেল্টারে যেতে মাইকিং করে। মাইকিং শোনার পর থেকেই উপকুলের চর ও নি¤œাঞ্চলের মানুষ আশ্রয় কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নেয়।
সোমবার সন্ধ্যায় খোজ নিয়ে জানাগেছে, সাগর ও পায়রা নদী সংলগ্ন নিদ্রা সকিনা,আশারচর, জলায়ভাঙ্গা, খোট্টারচর, আমখোলা, তালুকদারপাড়া, আগাপাড়া, নিউপাড়া, ফকিরহাট, চরপাড়া, গাবতলী, পচাঁকোড়ালিয়া, বালিয়াতলী, আড়পাঙ্গাশিয়া, পশ্চিম আমতলী, আমুয়ার চর, ঘটখালী, গুলিশাখালী ও হরিদ্রাবাড়িয়ার এলাকার মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। সিপিপির স্বেচ্ছাসেবকরা মানুষকে সাইক্লোণ সেল্টারে নিয়ে যাচ্ছে।
গাবতলী গ্রামের ইসহাক হাওলাদার বলেন, পরিবার পরিজন নিয়ে গাবতলী সাইক্লোণ সেল্টারে আশ্রয় নিয়েছি।
আমতলী সিপিপির ইউনিট লিডার মোঃ রিপন মুন্সি বলেন, পায়রা নদী পাড়ের ঘরে ঘরে গিয়ে মানুষকে সাইক্লোণ সেল্টারে যেতে উদ্বুদ্ধ করেছি। বেশ কয়েকজন শিশুকে আশ্রয় কেন্দ্রে পৌছে দিয়েছি।
তালতলী উপজেলার গাবতলী সিপিপির ডিপুটি ইউনিট টিম লিডার মোঃ মাসুম মোল্লা বলেন, গাবতলী সাইক্লোণ সেল্টারে তিন শতাধিক মানুষ আশ্রয় নিয়েছে। আরো অনেক লোক আসতেছে।
তালতলী উপজেলার ফকিরহাট বাজারের ইউপি সদস্য মোঃ আব্দুস সালাম হাওলাদার বলেন, সাগর ও পায়রা নদী সংলগ্ন মানুষ সাইক্লোণ সেল্টারে আশ্রয় নিয়েছে।
আমতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জামাল হোসাইন বলেন, উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে মানুষ আশ্রয় নিয়েছে। আশ্রয় নেয়া মানুষের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।
আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, পৌর শহরের সকল সাইক্লোণ সেল্টারে আশ্রয় নেয়া মানুষের মাঝে শুকনো খাবার ও খিসুরী বিতরন করা হয়েছে। যতক্ষণ তারা আশ্রয় কেন্দ্রে থাকবে ততক্ষণ খাবার সরবরাহ করা হবে।   তিনি আরো বলেন, পৌর শহরের আশ্রয় কেন্দ্রগুলোতে অন্তত ৫  হাজার মানুষ আশ্রয় নিয়েছে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার এসএম সাদিক তানভীর বলেন, তিন হাজার ’শ ৬০  জন সিপিপির স্বেচ্ছাসেবক ১৭৬ টি সাইক্লোণ সেল্টার মানুষকে আশ্রয় নিতে কাজ করছে। সকলেই যাতে আশ্রয় কেন্দ্রে আসে সেই লক্ষে কাজ করছি।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ০:১৫:৩৬ ● ১৫৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ