চরফ্যাসনে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা উদ্ধার

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাসনে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা উদ্ধার
রবিবার ● ২৮ নভেম্বর ২০২১


চরফ্যাসনে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা উদ্ধার

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালীন সময়ে ভোলার চরফ্যাসন উপজেলার রসূলপুর ও চর মানিকা ইউনিয়নের দুটি ওয়ার্ড থেকে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৮ নভেম্বর) উপজেলার শশীভূষণ থানার রসূলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড দক্ষিণ চর শশীভূষণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মোঃ মাজেদের বসত ঘরের সামনে উঠানে খর-কুটা দিয়ে ঢাকা অবস্থায় এবং দক্ষিণ আইচা থানার চর মানিকা ৭নং ওয়ার্ডের লোকমানের ঘর থেকে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা উদ্ধার করা হয়।
ভোলা জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বার্তা বাজারকে জানান, ভোটগ্রহনের সময় সহিংসতার উদ্দেশ্যে দুই ওয়ার্ডে অস্ত্র ও লাঠিসোটা জড়ো করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র ও লাঠিসোটা উদ্ধার করেছে পুলিশ।
তিনি আরো জানান, বেশ কয়েকজন লোক আটক রয়েছে। যাচাই-বাছাই শেষে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।


এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২২:২৬:৫১ ● ২০২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ