বানারীপাড়ায় ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

প্রথম পাতা » বরিশাল » বানারীপাড়ায় ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
শুক্রবার ● ২২ ফেব্রুয়ারী ২০১৯


---

বানারীপাড়া (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥
বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে। বুধবার রাত ১২টা ১ মিনিটের সময় শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে উপজেলা প্রশাসন, পৌর মেয়র, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠিান সহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। এ সময় উপজেলা প্রশাসনের নেতৃত্ব দেন ইউএনও শেখ আব্দুল্লাহ সাদীদ, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, মুক্তিযোদ্ধা মীর শাজাহান, থানার অফিসার ইনচার্জ মো.খলিলুর রহমান, উপজেলা ওয়ার্কাস পার্টির সম্পাদক অধ্যাপক মন্টু লাল কুন্ডু, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, বানারীপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আফরোজা বেগম, জাতিয় পার্টির আহবায়ক মিজানুর রহমান প্রমূখ। পরদিন ববৃহস্পতিবার সকাল ৮টায় বরিশাল-২ আসনের এমপি শাহে আলম ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন। এদিন উপজেলা প্রশানসের উদ্যোগে পরিষদ মিলনায়তনে ইউএনও শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে আলোচনা সভা, শিশুদের চিত্রাঅংকন প্রতিযোগীতা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি শাহে আলম।

বাংলাদেশ সময়: ০:২৬:৩৯ ● ৫২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ