চরফ্যাশনে আর্ন্তজাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালন

প্রথম পাতা » ভোলা » চরফ্যাশনে আর্ন্তজাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালন
রবিবার ● ২১ মার্চ ২০২১


চরফ্যাশনে আর্ন্তজাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালন

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥


প্রতিবছরের ন্যায় রবিবার (২১ মার্চ) চরফ্যাশনে পালিত হল আর্ন্তজাতিক বর্ণ বিলোপ দিবস ও মানববন্ধন। চরফ্যাশন দলিত ও বঞ্চিত জনগোষ্ঠি অধিকার ( বি,ডি,ই, আর, এম ) আন্দোলনের সভাপতি বিপ্লব চন্দ্র কমল, সাধারন সম্পাদক অশোক সাহা, সিনিয়র সভাপতি অর্জুন মালাকার, সহসম্পাদক বিজয়’র বিদাসসহ সংগঠনের সকল সদস্যগণসহ সাংবাদিক আমির হোসেন, অশোক সাহা, চরফ্যাসন থানা রোড থেকে স্বাস্থ্য বিধি মেনে মানববন্ধন যাত্রা শুরু করে।
মানববন্ধন শেষে সংগঠনের সভাপতি ,সম্পাদক তাদের ৮দফা দাবী সরকারের নিকট তুলে ধরেন। ৮দফা দাবী সমুহ মহানগর, পৌরসভা সমুহে আবাসন ব্যবস্থা, পরিচছন্ন কর্মীদের পেশাগত স্বাস্থ্য ঝাুকি বিশেষ বিবেচনা, বিকল্প পেশায় উৎসাহিত করা, কারিগরি প্রশিক্ষন ব্যাবস্থা, দলিত জনগোষ্ঠির মেধাবী ছাত্র-ছাত্রীদের বিশেষ উপবৃত্তি প্রদান, কোটা প্রবর্তন, সরকারী চাকুরীর সুযোগ দেওয়া, আদমশুমারী ২০২১ এ দলিত জনগোষ্ঠির জন্য আলাদা তথ্য সংগ্রহ করতে হবে। পরিশেষে চরফ্যাশন দলিত ও বঞ্চিত জনগোষ্ঠির অধিকার ( বি,ডি,ই, আর এম) আন্দোলনের সভাপতি বিপ্লব চন্দ্র ,সাধারন সম্পাদক অশোক সাহা,অর্জুন মালাকারসহ চরফ্যাশন পৌর মেয়র বাদল কৃষ্ণ মহোদয়ের নিকট ¯œারকলিপি পেশ করেন।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫৭:০৩ ● ৩৪২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ