নেছারাবাদে জোড়া লাগানো জমজ শিশুর জন্ম

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে জোড়া লাগানো জমজ শিশুর জন্ম
মঙ্গলবার ● ১৬ মার্চ ২০২১


নেছারাবাদে জোড়া লাগানো জমজ শিশুর জন্ম

নেছারাবাদ(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে বুক থেকে পেট পর্যন্ত জোড়া লাগানো যমজ শিশুর জন্ম দিয়েছে ফারজানা আক্তার নামে এক গৃহবধু।
মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে উপজেলা সদরের এপেক্স ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই জোড়া লাগানো যমজ শিশুর জন্ম হয়। স্বরূপকাঠী এপেক্স ক্লিনিকের চিকিৎসক ডা. অরুন চন্দ্র মন্ডল বলেন, মা কিছুটা সুস্থ আছেন। নবজাতকের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা যায়, গৃহবধু ফারজানার শারীরিক অবস্থা খারাপ হলে স্বজনরা চিকিৎসার জন্য স্বরূপকাঠী এপেক্স ক্লিনিকে নিয়ে আসলে ওই গৃহবধুর সিজারিয়ান অপারেশন জোড়া লাগানো জমজ শিশুর জন্ম হয়। এদিকে জোড়া লাগানো যমজ শিশুর জন্মের খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা যমজ শিশুদের দেখার জন্য এপেক্স ক্লিনিকে ভীড় জমায়। গৃহবধু ফারজানা উপজেলার বলদিয়া ইউনিয়নের বয়া গ্রামের রাসেলের স্ত্রী।

এমআরএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৪:২১ ● ৮৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ